শিরোনাম

বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল- আর্জেন্টিনার সমর্থক বেশি

মুন্সীগঞ্জ হরগঙ্গা কলোজে ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচের একাংশ।

স্টাফ রিপোর্টার: :  সারাদেশের মুন্সীগঞ্জে  বিশ্বকাপ ফুটবল নিয়ে বাংলাদেশের মানুষের মাতামাতির ব্যাপারটা পুরানো। এই মাতামাতির কেন্দ্রে থাকে ল্যাটিন অ্যামেরিকার দুটি দেশ  ব্রাজিল ও আর্জেন্টিনা।

বিশ্বকাপ ফুটবল আসলেই ল্যাটিন অ্যামেরিকার দল ব্রাজিল ও আর্জেন্টিনা দেশের জাতীয় পতাকা উড়ে বাংলাদেশর  বাড়ির ছাদে। ফুটবলকে ভালোবাসে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ঘটে কে কত বড় পতাকা তৈরি করবে তার প্রতিযোগিতা। চলে দুটি দেশের জার্সি কেনাবেচা পরিধানের প্রতিযোগিতা।  সমর্থক করা দলের জার্সি পরিবারের সকল সদস্যের জন্য ক্রয় করে খেলা দেখার সময় সেই জার্সি পরিধান করে হইহুল্লোড় করে খেলা উপভোগ করতে দেখা যায়। দেখা যায় দুটি দেশের সমর্থকদের মাঝে তর্কবিতর্কের প্রতিযোগিতা । আর্জেন্টিনা খেলা চলাকালীন সময়ে ব্রাজিল সমর্থকরা আর্জেন্টিনা দলের প্রতিপক্ষ দলকে সমর্থন দেয়।একই রকম ঘটনা ঘটেছে ব্রাজিল দলের খেলা চলাকালীন সময়েও। বিশ্বকাপ ফুটবল খেলা বড় স্কিনে দেখার প্রতিযোগিতায় দেখা যায় এমন চিত্র, কোনো কোনো এলাকায় গ্রাম পাড়া মহল্লায় প্রজেক্টর দুটি দলের আলাদা আলাদা প্রজেক্টর। ব্রাজিল দলের সমর্থকদের অর্থায়নে আনা প্রজেক্টেরে চোখ রাখছেন না আর্জেন্টিনা দলের সমর্থকরা।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রজেক্টর মাধ্যমে খেলা দেখতে আয়োজন করা হয় খাবারের। এক্ষেত্রে দেখা যায় রাতে খেলা চলাকালীন সময়ে খিচুড়ি, বিরিয়ানি, মুড়ির বর্তা, সহ চা, কফি, আলুর ধম, সহ নানা রকমের আয়োজন। আর্জেন্টিনা ও ব্রাজিল দলের সমর্থন বাড়াতে অন্য দলের সমর্থকদের খেলা চলাকালীন সময়ে ত্রিপল ব্যবস্থা, ভালো চেয়ার, সহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়ার প্রতিযোগিতা লক্ষ্য করা যায়।

 

বিশ্বকাপ ফুটবলে ল্যাটিন অ্যামেরিকার দল ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থক কাতার বিশ্বকাপ ফুটবল নকাউট পর্বে প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে আর্জেন্টিনা দলটি অস্ট্রেলিয়াকে ২-১ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। ব্রাজিল ও আর্জেন্টিনা দল বিশ্বকাপ ফুটবল থেকে ছিটকে গেলে বিশ্বকাপের আকর্ষণ হারাবে।

 

মুন্সীগঞ্জ হরগঙ্গা কলোজে ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচের একাংশ।

 

Be the first to comment on "বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল- আর্জেন্টিনার সমর্থক বেশি"

Leave a comment

Your email address will not be published.


*