দিনপ্রতিদিন বিভাগীয় যুব সম্মাননা পেয়েছে অনিক শেখ

টঙ্গীবাড়ি  প্রতিনিধিঃ   টঙ্গীবাড়ি উপজেলায় করোনা ভাইরাস মোকাবেলায় প্রতিদিন মাঠে কাজ করেছে অনিক শেখের প্রতিষ্ঠিত আড়িয়ল ইউনিয়ন আনসার ও ভিডিপি পরিচালিত স্বেচ্ছাসেবি সংগঠন সেবার ফেরিওয়ালা ।  সোমবার জাতীয় প্রেসক্লাবে মাওলানা আকরাম খাঁ হলে জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকার ৮ম প্রতিনিধি সম্বেলনে দেশের বিভিন্ন স্থানে করোনা মোকাবেলায় কাজ করেছে এমন স্বেচ্ছাসেবি ও গুনিজনদের সম্মাননা প্রদান করা হয়। দিন প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশ সফিকুল ইসলাম সাদ্দামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি  এশিয়ান টিভি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হারুন-উর-রশিদ এই সম্মাননা তুলে দেন।  করোনা ভাইরাস-১৯ এ স্বেচ্ছাসেবি সংগঠন সেবার ফেরিওয়ালা  দেশের  ক্রান্তিলগ্নে নিজেদের জীবনের মায়া ত্যাগ করে সর্বত্র ছুটে বেড়িয়েছেন বিভিন্ন এলাকায় করোনা প্রতিরোধ জনসচেতন করতে।  কখনো মাস্ক হাতে কখনো সচেতনতামূলক লিফলেট হাতে, জরুরী ঔষধ পৌঁছে দেয়া এবং জরুরী মুহুর্তে  ফ্রি অক্সিজেন  সেবা দিয়ে এলাকায় কাজ করতে দেখা যায় এই সংগঠককে। করোনা ভাইরাস প্রতিরোধ গণসচেতনতা ও বিদেশ হতে আগত ব্যক্তিবর্গের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থ্য গ্রহণ নিশ্চিত করেছে অনিক শেখ। করোনা প্রতিরোধে সরকারের পদক্ষেপ সমূহ সহ করোনা ভাইরাস সংকট  মোকাবেলায় সংগঠনের স্বেচ্ছাসেবী কর্মীদের ব্যাক্তিগত স্বাস্থ্যবিধি ও সতর্কতা মেনে চলে গণসচেতনতা সৃষ্টীর লক্ষ্যে সময়উপযোগী কার্যক্রম পরিচালনা করার সকল প্রকার ব্যবস্থা নেন। অনিক শেখ এই সম্মাননা পেয়ে বলেন, সম্মাননার জন্য আমরা কাজ করিনি, কাজ আমাদের সম্মানিত করেছে। করোনা ভাইরাস বিষয়ে নিজে সচেতন হয়েছি এবং অন্যদেরকে সচেতন করেছি। এটি একটি সোওয়াবেরও কাজ। যা আমাদের ইহকাল এবং পরকালের জন্য কল্যাণ বয়ে আনবে।

 

Be the first to comment on "দিনপ্রতিদিন বিভাগীয় যুব সম্মাননা পেয়েছে অনিক শেখ"

Leave a comment

Your email address will not be published.


*