মাহবুব আলম জয়: কাতার বিশ্বকাপ। ফুটবলের ঐতিহাসিক ক্ষণে লুসাইল স্টেডিয়াম। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত ফুটবল ভক্তদের উন্মাদনা। এ যেন ফুটবল প্রেমিদের অনন্য এক মিলন মেলা। হাজারো দর্শকের ভিড়ে লাল সুবজের পতাকা হাতে বাঙালী যুবক। পতাকা হাতে নিয়ে কাতার ফুটবল বিশ্বকাপের মঞ্চে এভাবেই বাংলাদেশকে উপস্থাপন করতে দেখা যায় মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বাসিন্দা ডা. মালেক মুরাদকে। গত শনিবার দিবাগত রাতে কাতারের লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনা ও মেক্সিকোর প্রথম পর্বের খেলা অনুষ্ঠিত হয়। স্টেডিয়ামে খেলা দেখে ডা. মালেক মুরাদ লাল সবুজের পতাকা প্রদর্শন করে বাংলাদেশকে উপস্থাপন করে। এসময় আর্জেন্টিনার পতাকাও দেখা যায় তার হাতে। ডা. মালেক মুরাদ জানান, আমি একজন ফুটবল প্রেমি মানুষ। ফুটবলের প্রেমেই বাংলাদেশ থেকে বিশ্বকাপ দেখতে কাতারে এসেছি। বাংলাদেশ বিশ্বকাপে স্থান করতে পারেনি কিন্তু আশা রাখি কোন একদিন বাংলাদেশ ফুটবল বিশ্বকাপ খেলবে। আর্জেন্টিনার সমর্থনও করছি এবং ভালবাসি আর্জেন্টিনা।
Be the first to comment on "কাতার বিশ্বকাপে লুসাইল স্টেডিয়ামে লাল সবুজের পতাকা হাতে ডা. মালেক মুরাদ"