স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জে অক্টোবর (২০২২) মাসের মাসিক কল্যাণ সভায় অক্টোবর মাসের সার্বিক কাজের মূল্যায়নের ভিত্তিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন টঙ্গীবাড়ি থানার ওসি মোঃ রাজিব খান। সোমবার বেলা সাড়ে ১১ টায় তাকে এ পুরস্কার তুলে দেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল- মামুন বিপিএম পিপিএম। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুমন দেব, অতিরিক্ত পুলিশ সুপার ( অপস এন্ড ক্রাইম), মো: আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইয়াসিনা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মিনহাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, শ্রীনগর সার্কেল মোঃ তোফায়েল হোসেন সরকার,সহকারী পুলিশ সুপার সিরাজদিখান সার্কেল মোঃ মোস্তাফিজুর রহমান রিফাত প্রমুখ।
Be the first to comment on "শ্রেষ্ঠ ওসি পুরস্কার পেয়েছেন রাজিব খান"