শিরোনাম

দরিদ্র শিক্ষার্থীদের বিনামূল্যে পড়াতে চান ছাত্রলীগ নেতা তাঈন

 

স্টাফ রিপোর্টার: দরিদ্র শিক্ষার্থী যারা টাকার অভাবে প্রাইভেট পড়তে পারেনা তাদের বিনামূল্যে পড়াতে চান মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক শেখ রাফসান জানী তাঈন। তিনি রবিবার (৬ নভেম্বর ২২)  বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যক্তিগত ফেইসবুক একাউন্ট থেকে একটি পোস্টের মাধ্যমে এ উদ্যোগের কথা জানান। তাঈন তার এস.এস.সি শেষ করেছেন মুন্সীগঞ্জ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কে.কে. গভ: ইন্সটিটিউশন থেকে ও এইচএসসি শেষ করেছেন মুন্সীগঞ্জের আরেকটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রেসিডেন্ট প্রফেসর ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল কলেজ থেকে। বর্তমানে সে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে তৃতীয় বর্ষে অধ্যায়ন করছেন।

বিনামূল্যে পড়ানোর বিষয়টি সম্পর্কে তিনি বলেন, “বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতেই তার মূলত এই সিদ্ধান্তটি নেয়া। সেই সাথে তিনি জানান মুন্সীগঞ্জ ৩ আসনের সাংসদ এডভোকেট মৃণাল কান্তি দাস এম.পি সবসময়ই শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছেন। তার একজন অনুসারী ও কর্মী হিসেবেই তাঈন সমাজের সর্বস্তরে শিক্ষাকে ছড়িয়ে দিতে চান”। তাঈনের এই উদ্যোগকে সাধুবাদ জানাতে দেখা যায় সমাজের বিভিন্ন স্তরের সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গকে।

 

 

 

 

 

Be the first to comment on "দরিদ্র শিক্ষার্থীদের বিনামূল্যে পড়াতে চান ছাত্রলীগ নেতা তাঈন"

Leave a comment

Your email address will not be published.


*