স্টাফ রিপোর্টার:মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নে স্বরেশ্বতী যুবসমাজ কাল্যাণ সংঘের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকালে স্বরেশ্বতী যুবসমাজ কাল্যাণ সংঘের আয়োজনে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত কার্যালয়ে মেডিসিন, ডায়াবেটিস, রক্তের গ্রুপ নির্ণয়, হেপাটাইটিস বি ভাইরাস পরীক্ষা, জন্ডিস পরীক্ষাসহ বিভিন্ন বিষয়ে প্রায় ৩ শত অসহায়, দরিদ্র রোগীকে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি তাদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। ফ্রি চিকিৎসা নিতে গ্রামের মানুষ ভিড় করেন।
স্বরেশ্বতী আদর্শ যুবসমাজ কল্যাণ সংঘের রক্তের সভাপতি ও মোহনা টিভি মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ সুজনের সভাপতিত্বে সঞ্চালনায় করেন সাধারণ সম্পাদক রাজন দেওয়ান । এসময় উপস্থিত ছিলেন বজ্রযোগিনী ইউনিয়নের সাবেক মেম্বার মো আউয়াল শেখ, সাবেক মেম্বার রুহুল আমিন বাবুল, মেম্বার মান্নান শেখ, আব্দুল রশিদ পাইক, রহমান দেওয়ান, জাহিদ শেখ, আকবর হোসেন, শিপু মুন্সী, জসিম দেওয়ান, জামাল দেওয়ান, আনিস দেওয়ান,রহিম পাইক, ওমর পাইক, সোহাগ হাওলাদার, আলী হোসেন পাইক, শাহাদাৎ, নাদিম, রাব্বি প্রমুখ।
Be the first to comment on "বজ্রযোগীনিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত"