স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ সদরের পঞ্চসারে কনফিডেন্স কোচিং সেন্টারের উদ্যোগে বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে দেওয়ান বাজার এলাকায় এইচএসসি ১০ পরীক্ষার্থীকে এ সংবর্ধনা দেয়া হয়। এতে কনফিডেন্স কোচিং সেন্টারের পরিচালক মেহেদী হাসান হিমেলের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. জয়ন্ত বিশ্বাস,লেখক মাহবুব আলম জয় ও মো: আল আমিন সহ অন্যরা। এসময় বিভিন্ন ক্যাটাগরিতে কোরআন তেলোওয়াত, কবিতা আবৃত্তি, ইসলামিক গজল, ও কুইজ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষার্থী অংশ নেয়। এইচএসসি পরীক্ষার্থীরা হলেন সাদিয়া আফরিন রিকা, হাফসা আক্তার ইভা, নূরে জান্নাত সুমনা, সোহানা আফরিন মীম, মারজানা ইসলাম সিমিন, ভুবন সাঈদ, হাবিবুর রহমান শান্ত, নিহাল আহমেদ সিমরান, জহিরুল ইসলাম, মারুফ হোসেন। এসময় পরীক্ষার্থীদের মাঝে উপহার প্রদান করা হয়।
Be the first to comment on "পঞ্চসারে কনফিডেন্স কোচিং সেন্টারের ব্যতিক্রম উদ্যোগ"