স্টাফ রিপোর্টার: টঙ্গীবাড়ি উপজেলার আলদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও সবুজ কুঁড়ি বাংলাদেশ সংগঠনের যুগ্ম সম্পাদক ডা. জয়ন্ত বিশ্বাস বলেছেন, সততা-নীতি-নৈতিকতা, দেশপ্রেম, পরোপকার এবং আদর্শ চরিত্রবান মানুষ হওয়ার মূল ভিত্তি সুশিক্ষা। উন্নত জাতি গঠন ও মানবসম্পদ উন্নয়নের প্রাথমিক শিক্ষার গুরুত্ব সর্বাধিক।
সামগ্রিক শিক্ষাব্যবস্থার বীজ হলো প্রাথমিক শিক্ষা তাই আমাদের আলদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার গুনগত মান বৃদ্ধি করতে শিক্ষকদের সাথে কাজ করতে চাই। মেধাবী ও দুস্থ শিক্ষার্থীদের সহায়তা ও মেধা বৃত্তিপ্রদান সহ বিভিন্ন কার্যক্রম নিয়ে আমরা এগোতে চাই। নিউজ পোর্টাল আলোকিত মুন্সীগঞ্জকে দেয়া এক স্বাক্ষাৎকারে একথা বলছেন ডা জয়ন্ত বিশ্বাস।
তিনি বলেন, বুদ্ধিবৃত্তির বিকাশ ও মানবিক গুণসম্পন্ন একজন আদর্শবান মানুষ হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষা শিশুর সামাজিক জীবনযাপনের জন্য প্রয়োজনীয় বুনিয়াদি শিক্ষা করে তাকে আগামী দিনের কাণ্ডারী হওয়ার পথ তৈরি করে দেয়। তাই সকলে মিলে কাজ করতে চাই।
Be the first to comment on "আলদী স্কুলে শিক্ষার আরও গুনগত বৃদ্ধিতে পদক্ষেপ নেয়া হবে"