টঙ্গীবাড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প,ওষধ বিতরণ

 

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর বেশনাল দিঘিরপাড় ডাঃ দেলোয়ার হোসেনের বাড়িতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।  শনিবার (২২ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ডাঃ আজিজুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় দুই হাজার দুস্থ রোগীকে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।

 

উক্ত বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে ডাঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও মো: সাইফুর রহমানের সঞ্চালনায় চিকিৎসা সেবা উদ্বোধন করেন  স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ মো: আবু ইউসুফ ফকির।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টঙ্গীবাড়ী উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব কবির। বিশেষ অতিথি ছিলেন, দিঘিরপাড় ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম হালদার, ইউনাইটেড ক্লিনিক এন্ড প্যাথলজির ব্যবস্থাপনা পরিচালক মো: সাইফুর রহমান, জেলা দায়রা জজ আদালতের অ্যাডভোকেট জানে আলম প্রিন্স, কামারখারা ইউপি সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন হালদার, নিরাপদ সড়ক চাই টঙ্গীবাড়ি উপজেলা শাখার সভাপতি এম জামাল হোসেন মন্ডল, আলদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ডা. জয়ন্ত বিশ্বাস, আনোয়ার হোসেন, সমাজসেবক ইসমাইল হোসেন খাঁন বাবু প্রমুখ।

 

অধ্যাপক ডাঃ মো: আবু ইউসুফ ফকির’র নেতৃত্বে নাক-কান-গলা বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ, মেডিসিন, অর্থোপেডিক্স, বক্ষব্যাধি, শিশু, গাইনী, সার্জারী ও দন্ত বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন।

বিশেষজ্ঞ ডাক্তাররা রোগীদের বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি ঔষুধ বিতরণ করেন। এছাড়া ৫০ জন ছেলেকে বিনামূল্যে সুন্নতে খাৎনা ও লুঙ্গি-পোশাক দেয়া হয়।

 

 

 

Be the first to comment on "টঙ্গীবাড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প,ওষধ বিতরণ"

Leave a comment

Your email address will not be published.


*