মুন্সীগঞ্জ বিক্রমপুরের আলোকিত মুখ প্রবাসী লেখক জুয়েল আহসান কামরুল

জুয়েল আহসান কামরুলের সাথে তরুণ  লেখক    মাহবুব আলম জয়।

 

মাহবুব আলম জয়:  মুন্সীগঞ্জ তথা বিক্রমপুরের আলোকিত মুখ প্রবাসী লেখক জুয়েল আহ্সান কামরুল। প্রবাসে থেকে নিয়মিত লিখে চলেছেন। এর মধ্যে একটি বাল্টিক সাগরের নীলাভ জ্যোৎস্না।  এটি ইউরোপের “ফিনল্যান্ড ও এস্তোনিয়া”র প্রেক্ষাপটে রচিত একটি সম্পূর্ণ অন্যরকম রোমান্টিক উপন্যাস। কেবলমাত্র রোমান্টিক উপন্যাসই নয়, আরও অনেককিছু। রয়েছে শিশু কিশোরদের জন্য  জাপানে ভাল ভূত মন্দ ভূত শিশুতোষ বই।   মুন্সীগঞ্জ বিক্রমপুরের কৃতিজন প্রবাসী লেখক জুয়েল আহ্সান কামরুলের বইগুলো পাঠক নন্দিত হয়েছে।

এর আগে তার প্রকাশিত গ্রন্থ আমার সন্তানকে কোলে নিয়ে, ইম্পসিবল ইজ নাথিং,সহস্র অন্ধকার পেরিয়ে, এঞ্জেলার সান্নিধ্যে, দেশে বিদেশে ও দুর্দম্য কৈশোর ও কিমোনো কন্যা  বেশ প্রশংসিত হয়েছে। জুয়েল আহ্সান কামরুল একাধারে লেখক, সংগঠক ও নাট্যকর্মি। মুন্সীগঞ্জ বিক্রমপুরের শ্রীনগরে তার জন্মস্থান। এই মাটিতেই কৈশোরে তার বেড়ে উঠা। বর্তমানে জাপানে নিয়মিত টিভি অভিনেতা হিসেবে ব্যস্ত সময় পার করছেন এ গুনি লেখক।

 

Be the first to comment on "মুন্সীগঞ্জ বিক্রমপুরের আলোকিত মুখ প্রবাসী লেখক জুয়েল আহসান কামরুল"

Leave a comment

Your email address will not be published.


*