মাহবুব আলম জয়: ২১ অক্টোবর শুক্রবার, সন্ধ্যা ৬ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ৪র্থ আন্তর্জাতিক মাইম উৎসবে থিয়েটার সার্কেল মুন্সীগঞ্জ মঞ্চস্থ করবে জনপ্রিয় মূকাভিনয় প্রযোজনা “Be Honest”।এটিমূকাভিনয় এর পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন দক্ষ সংগঠক সাব্বির হোসাইন জাকির ।
এতে অভিনয় করেছেন সাইফুল ইসলাম সাইফ, সিমান্ত দাস, রিওিক দাস, জয় কুমার, দেবাশিষ হৃদয়, লোকনাথ এবং জয়,কোরিওগ্রাফ- সুদীপ দাস দীপ, মিউজিক পরিকল্পনায় শিশির রহমান,হারমোনিয়াম, সালাহ উদ্দীন বাবুল, মো. ঈমন .তবলায় শরিফ মাহমুদ, লাইট আশরাফ আলী , মেকাপ মাসফিক শিহাব, সমন্বয়কারী ডালিম রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম একশ্যান এক আয়োজনে উৎসবে থিয়েটার সার্কেল মুন্সীগঞ্জ সহ বাংলাদেশের জন মাইম দলগুলোর সাথে ভারত, ইরান এবং তুর্কির জনপ্রিয় দলগুলো তাদের মাইম শো মঞ্চায়ন করবে।
আসছে ২১ অক্টোবর থেকে ২৩ অক্টোবর এই উৎসবে প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি অডিটরিয়াম বিভিন্ন দলের জন প্রিয় মাইম শো পরিবেশন করবে।
Be the first to comment on "আন্তর্জাতিক মাইম উৎসবে মুন্সীগঞ্জের নাট্যদল থিয়েটার সার্কেল"