শ্রীনগর প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে খ্যাতিমান লেখক (কর্নেল অব.) মীর মো. মোতাহার হাসানের (হাসান শরীফ) নিজ বাড়িতে বইমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টার দিকে উপজেলার দামলা গ্রামের মীর অ্যাম্পেয়ার্স প্রাঙ্গণে বইপত্র প্রকাশনের আয়োজনে দিনব্যাপীএ বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এতে বইপত্র প্রকাশনের প্রকাশক মাহবুবুর রহমান বাবুর সভাপতিত্বে ও লেখক, চলচ্চিত্র নির্মাতা দীপন্ত রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, মহিলা সংরক্ষিত আসনের (৩০১) এমপি শিরীন আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও সাবেক এমপি এডভোকেট সানজিদা খানম, বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, কথাসাহিত্যিক কিঙ্কর আহসান, বুকল্যান্ড জার্নালের সম্পাদক ফারহানা হাসনা তুলি, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট সোহানা তাহমিদা, কর্নেল (অব.) লেখক মীর মো. মোতাহার হাসান (হাসান শরীফ), লেখক মুজিব রহমান প্রমুখ। সভা শেষে আগত অতিথিবৃন্দ বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
Be the first to comment on "মুন্সীগঞ্জে লেখকের বাড়িতে বইমেলা অনু্ষ্ঠিত"