আলোকিত মুন্সীগঞ্জ রিপোর্ট: মুন্সীগঞ্জে ২০ অক্টোবর আসছেন নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চলচ্চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে টঙ্গীবাড়ি উপজেলা নিরাপদ সড়ক চাই কমিটির উদ্যোগে আয়োজিত চালকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন। এ অনুষ্ঠানের উদ্বোধক হিসবে উপস্থিত থাকবেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন বিপিএম পিপিএম।
টঙ্গীবাড়ি উপজেলা নিরাপদ সড়ক চাই কমিটির সাধারণ সম্পাদক মো: সাইফুর রহমান জানান, নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের জন্ম আজ থেকে ২৯ বছর আগে, ১৯৯৩ সালের ২২ অক্টোবর। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এক সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারিয়ে এ আন্দোলন গড়ে তোলেন। ২০১৭ সালের ৫ জুন মন্ত্রিসভার বৈঠকে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। দিবসটি উপলক্ষে টঙ্গীবাড়িতে ২০ অক্টোবর চালকদের প্রশিক্ষণ কর্মশালায় এ অতিথিগন উপস্থিত থাকার কথা রয়েছে।
Be the first to comment on "মুন্সীগঞ্জে আসছেন ইলিয়াস কাঞ্চন"