শিরোনাম

মহানবীর আদর্শ অনুসরণ বিক্ষুব্ধ পৃথিবীর শান্তির একমাত্র পথ

নিজস্ব প্রতিনিধি: অরাজ‌নৈ‌তিক দ্বী‌নি সংগঠন দাওয়া‌তে ইসলামীর নেতারা ব‌লে‌ছেন, ক‌ঠিন সঙ্কটময় মুহূ‌র্তে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করে সকল প্রকার অন্যায় অবিচার, জুলুম নির্যাতনের কবর রচনা করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করেছেন। তাঁর মহান আদর্শ থে‌কে দূ‌রে সরে যাওয়ার কার‌ণে আজ বি‌শ্বে এতো অশা‌ন্তি। ধ‌র্মের না‌মে জ‌ঙ্গিবাদ সৃ‌ষ্টি হ‌চ্ছে। মহানবীর আদর্শ অনুসরণ বিক্ষুব্ধ পৃথিবীর শান্তির একমাত্র পথ।

 

প‌বিত্র ঈদে মিলাদুন্নবী উপল‌ক্ষে রবিবার সকাল সাড়ে ৯ টায় মুন্সীগঞ্জ জেলা দা’ওয়াতে ইসলামি  বাংলাদেশ উদ্যোগে আয়োজিত জূলুসে আলোচনা  সংগঠন‌টির নেতারা এসব কথা ব‌লেন।

 

এরআ‌গে দাওয়াতে ইসলামি মুন্সিগঞ্জ জেলা মার্কায ফয়জানে মদিনা জামে মসজিদ মাদরাসাতুল মদিনা সংলগ্ন আলা হযরত রোড পশ্চিম দেওভোগ থেকে রেলি শুরু হয়ে দেওভোগ বাজার দিয়ে পুলিশ সুপারের কার্যালয় সামনে দিয়ে ডিসি অফিসের সামনে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পরে লিচুতলা পতাকা একাওরের সামনে সমাপ্ত হয়। শহরের রাজপথে নাতে রাসুলের মধুর আওয়াজ এবং বর্ণিল আয়োজনে বিমোহিত হয়ে উঠে আশপাশের পরিবেশ।

 

প‌বিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহ‌ু্ আলাই‌হি ওয়া সাল্লা‌মের তাৎপর্য তু‌লে ধ‌রে পথসভায় বয়ান ক‌রেন অনুষ্ঠা‌নের প্রধান অতিথি দাওয়াতে ইসলামির কেন্দ্রীয় সদস্য ও শিক্ষাবিভাগ জিম্মাদার মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদি আত্তারি তি‌নি ব‌লেন, দাওয়াতে ইসলামি আজ সারা বিশ্বের ২০০টি দেশে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে নেকির দাওয়াত দিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত তৈরি করছে।  অসংখ্য বিপদগামী মানুষকে সঠিক পথে নি‌য়ে এ‌সেছে। তি‌নি সর্ব সাধারণ‌কে দাওয়া‌তে ইসলা‌মির ছায়াত‌লে আসার আহ্বান জানান।

 

দাওয়াতে ইসলামি’র জেলার সভাপতি মুহাম্মদ মাইন উদ্দিন আত্তারির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর থানার সভাপতি মাওলানা মনোয়ার হোসেন আত্তারি মাদানী।

 

আরও উপস্থিত ছিলেন মাওলানা মিনহাজ মাদানী আত্তারি, মাওলানা ফয়সাল কবির মাদানী আত্তারি, মাওলানা মুহাম্মদ রবিন আত্তারি, নুরুল আমিন আত্তারি প্রমুখ।

প‌রে দেশ, জা‌তি ও মুস‌লিম উম্মাহর সু্খ শা‌ন্তি কামনা ক‌রে  মোনাজা‌তের মধ‌্যদি‌য়ে কর্মসু‌চী শেষ করা হয়।

 

 

Be the first to comment on "মহানবীর আদর্শ অনুসরণ বিক্ষুব্ধ পৃথিবীর শান্তির একমাত্র পথ"

Leave a comment

Your email address will not be published.


*