মুন্সীগঞ্জে জাতীয় জন্ম ও মৃত‍্যু নিবন্ধন দিবস পালিত

 

স্টাফ রিপোর্টার: “নির্ভুল জন্ম-মৃত‍্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ‍্য ভান্ডার গরব” এ শ্লোগানে  মুন্সীগঞ্জে জাতীয় জন্ম ও মৃত‍্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (০৬ অক্টোবর, ২০২২) জেলা প্রশাসনের উদ্যোগে  দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হয়। এ উপলক্ষে সকাল ১০টায় বর্ণাঢ্য র‍্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র‍্যালী শেষে মুন্সীগঞ্জ  স্থানীয় সরকার শাখার উপপরিচালক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে জেলা প্রশাসকের কনফারেন্স কক্ষে আলোচনাসভা অনু্ষ্ঠিত  হয়। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মিরকাদিম পৌর  মেয়র আব্দুস সালাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোঃ আল জুনায়েদ, জেলা সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ মোঃ জসিম উদ্দিন ভূইয়া, জেলা পুলিশের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিনহাজ-উল-ইসলাম আধারা ইউপি চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন, মুন্সীগঞ্জ পৌরসভার প‍্যানেল মেয়র মু. সোহেল রানা, মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী আখিনুর জাহান নিলা, মহিলা বিষয়ক কার্যালয়ের উপ পরিচালক মহ আলেয়া ফেরদৌসী ও  চরকেওয়ার ইউপি সচিব মোঃ আতিকুল ইসলাম সুমিত, প্রমুখ।

এসময় এডিএলজি তাহমিনা আক্তার জন্ম-মৃত‍্যু নিবন্ধনের উপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। অনুষ্ঠানটির সার্বিক ব‍্যবস্থাপনায় ছিলেন ডিস্ট্রিক্ট ফ‍্যাসিলিটেটর মোঃ মোবাশ্বের হোসেন খন্দকার।

এতে জন্ম-মৃত‍্যু নিবন্ধনের কার্যক্রমে সফলতার স্বাক্ষর রাখায় জেলার তিনটি ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবকে সন্মাননা প্রদান করা হয়। তারা হলেন আধারা ইউপি চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন ও ইউপি সচিব মোঃ মিজানুর রহমান, পঞ্চসার ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা ও ইউপি সচিব মোঃ রুহুল আমিন এবং বেতকা ইউপি চেয়ারম্যান মোঃ রোকনুজ্জামান শিকদার রিগ‍্যান ও ইউপি সচিব মোঃ শফিউদ্দিন।

 

 

 

Be the first to comment on "মুন্সীগঞ্জে জাতীয় জন্ম ও মৃত‍্যু নিবন্ধন দিবস পালিত"

Leave a comment

Your email address will not be published.


*