স্টাফ রিপোর্টার: জনপ্রিয় ফেসবুক গ্রুপ মিরকাদিম পৌর লোকালয় গ্রুপের ৫ম বর্ষপূর্তি হয়েছে। শুক্রবার ৫ম বর্ষপূতি হয়। গ্রুপের এডমিন মো: আল আমিন বলেন, এই ফেসবুক গ্রুপটি মিরকাদিম পৌর এলাকার নামে পরিচালিত তাই সবসময় এই প্লাটফর্ম নিয়ে এডমিনদের দায়বদ্ধতা আছে।
এই গ্রুপ প্রতিষ্ঠার পর থেকে সকলের উৎসাহ ভালোবাসা, আন্তরিকতা ও নিয়মিত পরামর্শ আমাদের করেছে আরও বিকশিত। বিশেষ করে যারা আমার সাথে গ্রুপ প্যানেলকে করেছে সমৃদ্ধ তাদের প্রতি আমি কৃতজ্ঞ, হয়তো তারা না হলে এই দীর্ঘ পথ চলাটা এতটা সহজ হতো না। মিরকাদিম পৌর লোকালয় গ্রুপ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্যানেলের সকল এডমিন ও আমার প্রিয় মিরকাদিম পৌরবাসী সবাইকে আন্তরিক অভিবাদন জানাই।
Be the first to comment on "মিরকাদিম পৌর লোকালয় গ্রুপের ৫ম বর্ষপূর্তি"