আলোকিত মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে ৩২তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা জালাল কমিশনার খুব স্মৃতি ফাউন্ডেশন ও পাঠাগার জেলার ২৬ জন প্রবীন গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করেছে। শনিবার বেলা সাড়ে ১১ টার দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে এ সম্মাননা প্রধান করা হয়। মুন্সীগঞ্জ সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো. নুরুল হক মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা স্মারক প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) স্নেহাশীষ দাস। এ সময় উপস্থিত ছিলেন বীর
মুক্তিযোদ্ধা জানান কমিশনার যুব স্মৃতি ফাউন্ডেশন ও পাঠাগারের সাধারন সম্পাদক, মুন্সীগঞ্জ পৌরসভার মহিলা কাউন্সিলর নার্গিস আক্তার। এ বছর সম্মাননা স্মারক পেলেন সরকারি হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক প্রবীর কুমার গাঙ্গুলী, শতায়ু সংঘের উপদেষ্টা অধ্যাপক মো. আবুল বাসার, বিশিষ্ট সমাজ সেবক অ্যাডভোকেট গিয়াসউদ্দিন আহম্মেদ, হিতৈষী সংঘের সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন, বিশিষ্ট শিক্ষাবীদ ও নারী নেত্রী খালেদা খানম, সমাজ সেবক আলাউদ্দিন আহম্মেদ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরু, বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান গাজী, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজ উদ্দিন তালুকদার বীর মুক্তিযোদ্ধা জনাব আমির হোসেন মুন্সী মুন্সীগঞ্জ সুইমিক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক, সম্রবাহিনীর কল্যাণ পরিষদের সভাপতি আনোয়ার হোসেন, সমাজ সেবক ইউনুছ মিয়া, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা সমর কুমার ঘোষ, হাজী আবু তালেবসহ ২৬ জন ব্যক্তিত্ব।
Be the first to comment on "প্রবীণ দিবসে মুন্সীগঞ্জে ২৬ জনকে গুনিজন সম্মাননা প্রদান"