আড়াই হাজার থানা প্রেসক্লাবের সভাপতি মাসুম, সম্পাদক মুজিবুর

আলোকিত মুুুুন্সীগঞ্জ ডেস্ক : নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা প্রেসকাবের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার এ নতুন নির্বাচিত কমিটি গঠন করা হয়। কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি করা হয় মোহাম্মদ মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান।

নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শাহজাহান কবির, সহসভাপতি মো. আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক বাদল আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজাহান সিরাজ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিয়উর রহমান, কোষাধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সোলায়মান হাসান, দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহিদুল হক, প্রচার সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম। কার্যকরী সদস্যরা হলেন- রশিদ আহম্মেদ হাজারী, মোস্তফা কামাল, মনিরুজ্জামান সরকার, মোহাম্মদ জাকির হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা প্রেসকাবের আহবায়ক শাহজাহান কবির। পরিচালনা করেন সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব।

প্রধান অতিথি ছিলেন, সরকারি সফর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর গিয়াস উদ্দীন আহমেদ। উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা।

 

বিশেষ অতিথি ছিলেন- আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার, উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান ফারুকী, এশিয়ান টিভির প্রধান বার্তা সম্পাদক বেলাল হোসাইন, যুগান্তরের সিনিয়র রিপোর্টার রাজু আহমেদ প্রমুখ।

 

 

 

Be the first to comment on "আড়াই হাজার থানা প্রেসক্লাবের সভাপতি মাসুম, সম্পাদক মুজিবুর"

Leave a comment

Your email address will not be published.


*