আলোকিত মুন্সীগঞ্জ রিপোর্ট: চা- খুব সুস্বাদু কোনো পানীয় নয়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এটি ছাড়া খুব কম মানুষই চলতে পারে। কারো কারো সকালে ঘুম ভাঙার পর দিনের শুরু হয় চায়ে চুমুক দিয়ে। অফিসে কাজের চাপ হালকা করতে এক কাপ চা অনেকটা মুশকিল আসানের মতো কাজ করে। সারা দিনের ক্লান্তি শেষে এক চা অমৃতের মতো মনে হয়। কিন্তু কালের আবর্তে চায়ের মৌলিকত্ব খানিকটা নষ্ট হয়ে গেছে। তবে অনেকে দোকানির চা জনপ্রিয় হয়ে উঠছে।
নদীরপাড় গজারিয়া ঘাটের চরকিশোরগঞ্জে টি পয়েন্টের চা দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে।
বর্তমানে কয়েক রকমের চা তৈরি করে জনপ্রিয়তার কারণে লাভবান হচ্ছেন টি পয়েন্টের স্বত্ত্বাধিকারী মো: শরীফ আহম্মেদ। পর্যটন এলাকা ও ভিন্নতার কারণে এ দোকানে সকাল থেকে রাত পর্যন্ত অগণিত মানুষ এসে চা পান করেন।
শরীফ আহমেদ বলেন, মাঝে বিদেশে টাড়ি দিয়েছিলাম।পরে দেশে এসে এখানে টিপয়েন্ট খুলে বসি। দিন দিন অনেকের কাছে আমাদের চা জনপ্রিয় হয়ে উঠছে। আমরা বর্তমানে ৩ আইটেমে চা তৈরি করছি। কয়েক দিনের মধ্যে ১০ আইটেমের চা তৈরি করা হবে।দোকানের চা খেতে আসা মো: ইউসুফ শেখ ও ইসমাইল সিরাজী বলেন, এমন স্বাদের চা খুব কম পাওয়া যায়। টি পয়েন্টে প্রায় চা এর স্বাদ নিতে আসি।
Be the first to comment on "চরকিশোরগঞ্জে শরীফের জনপ্রিয় চা"