শিরোনাম

বিশ্বসাহিত্য কেন্দ্রে একাদশ শ্রেণির বই পড়া কর্মসূচি উদ্বোধন

 

আলোকিত  মুন্সীগঞ্জ ডেস্ক।আলোকিত ও উচ্চমূল্যবোধ সম্পন্ন এবং উদার দৃষ্টিভঙ্গির মানুষ গড়ার লক্ষ্যে বিশ্বসাহিত্য কেন্দ্র দীর্ঘ ৪৪ বছর যাবত সারাদেশে বই পড়া কর্মসূচি নিয়ে কাজ করছে। কলেজের ছাত্র-ছাত্রীরা যাতে তাদের মন ও বয়সের উপযোগী সুন্দর, সুখপাঠ্য এবং উন্নত মানসম্পন্ন বই পড়ার মাধ্যমে পরিপূর্ণ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার সুযোগ পায়, সে উদ্দেশ্যে বিশ্বসাহিত্য কেন্দ্র একটি বই পড়া কর্মসূচি পরিচালনা করে আসছে।

 

তারই ধারাবাহিকতায়  (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের অংশ হিসেবে ঢাকার একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বই পড়া কর্মসূচির ৩৬তম ব্যাচের উদ্বোধন করা হয়েছে।

 

বিশ্বসাহিত্য কেন্দ্রের যুগ্ম পরিচালক (কর্মসূচি) মেসবাহ উদ্দিন আহমেদ সুমনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও এসএমই অ্যান্ড রিটেইলের চিফ বিজনেস অফিসার গীতাঙ্ক দেবদীপ দত্ত। বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন। স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রের যুগ্ম পরিচালক (এডমিন-লজিস্টিক) মনির হোসেন।

 

এই কর্মসূচির বইয়ের তালিকায় রয়েছে বাংলা সাহিত্য ও পৃথিবীর কিশোর সাহিত্যের সবচেয়ে সুন্দর ও উপভোগ্য সব বই। বই পড়ায় উৎসাহ বাড়িয়ে তোলার জন্য রয়েছে বিপুলসংখ্যক পুরস্কারের ব্যবস্থা। এই কর্মসূচিতে মোট ১২টি বই আছে। কলেজের একাদশ শ্রেণির যেকোনো ছাত্র-ছাত্রী এই কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পায় ১৮ সপ্তাহব্যাপী। এ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের পড়তে হবে ১২ টি বই।

 

যারা বই পড়া কর্মসূচিতে অংশগ্রহণ করবে তারা প্রতি সপ্তাহে নির্ধারিত দিনে (শুক্রবার) বিশ্বসাহিত্য কেন্দ্রে এসে একটি করে বই বাড়িতে নিয়ে যাবে এবং এক সপ্তাহের মধ্যে বইটি পড়া শেষ করে ফেরত দিয়ে অন্য একটি বই নেবে। এভাবে ১২ সপ্তাহে ১২টি বই পড়ে শেষ করার চেষ্টা করবে।

 

পরীক্ষা, শারীরিক অসুস্থতা বা অন্যান্য কারণে ১২ সপ্তাহে ১২টি বই পড়ে শেষ করা অনেকের পক্ষে সম্ভব না-ও হতে পারে। এর সঙ্গে আছে বইগুলো ভালোভাবে আত্মস্থ করার ব্যাপার। এ সব বিবেচনা করে ওই ১২টি বই পড়ার জন্য মোট সময় দেওয়া হবে ১৮ সপ্তাহ। এই কর্মসূচি ১৮ সপ্তাহ পর্যন্ত অব্যাহতভাবে চলবে।

 

কেন্দ্রীয় কর্মসূচিতে অংশগ্রহণকারী সদস্যদের জন্য দেশ-বিদেশের সেরা চলচ্চিত্র উপভোগ এবং বিভিন্ন বিষয়ে বিশিষ্টজনের বক্তৃতা ও আলোচনা শোনার রয়েছে। আইএফ আইসি ব্যাংক লিমিটেডের সহযোগিতায় ২০২২ সালে কেন্দ্র ভিত্তিক কার্যক্রমে ৩৭ টি কলেজ থেকে ৮৪ জন অংশগ্রহণ করেছে। এছাড়া ঢাকা মহানগরের আরও ১৯টি কলেজে প্রায় ১৮০০ জন ছাত্র-ছাত্রী এই বই পড়া কার্যক্রমে অংশগ্রহণ করছে।

 

 

 

Be the first to comment on "বিশ্বসাহিত্য কেন্দ্রে একাদশ শ্রেণির বই পড়া কর্মসূচি উদ্বোধন"

Leave a comment

Your email address will not be published.


*