স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জে পরিবেশবাদী সংগঠন সবুজ কুঁড়ি বাংলাদেশকে পরিবেশ সুরক্ষায় অবদান রাখায় সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার বিকালে মুন্সীগঞ্জ তরুণ উদ্যোক্তা গ্রুপের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মিলন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠান শেষে এ সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব। সংগঠনের পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন সবুজ কুঁড়ি বাংলাদেশের সভাপতি মাহবুব আলম জয় ও সাধারণ সম্পাদক মো: আশরাফুল আলম উজ্জ্বল।
এতে মুন্সীগঞ্জ তরুণ উদ্যোক্তা গ্রুপের সদস্য আকলিমা আক্তার দোলনের সভাপতিত্বে ও মামুন পাশার সার্বিক তত্ত্বাবধায়নে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিশলয় স্কুলের অধ্যক্ষ খালেদা খানম,কাউন্সিলর সোহেল রানা রানু, কাউন্সিলর খাইরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান গাজী, মুন্সীগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি এড. সুজন হায়দার জনি, সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন জাকির সহ অন্যরা। এতে সঞ্চালনা করেন মুসফিক শিহাব। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে সমাজ বিনির্মাণ অবদান রাখায় সবুজ কুঁড়ি বাংলাদেশ সহ ৮ টি সংগঠনকে সংবর্ধনা দেয়া হয়।
Be the first to comment on "মুন্সীগঞ্জে সম্মাননা পেলো সবুজ কুঁড়ি বাংলাদেশ"