শিরোনাম

পঞ্চসারে বাল্য বিবাহ বন্ধ

স্টাফ রিপোর্টার: পঞ্চসারের চাম্পাতলা এলাকায় উপজেলা প্রশাসনের নির্দেশে বাল্য বিবাহ ভেঙ্গে দেয়া হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯ টায় সাতানিখিল এলকার স্বপন দেওয়ানের পুত্র  আপন দেওয়ান(১৭) এর সাথে চাম্পাতলার হাসান মাদবরের কন্যা নুরজাহান আক্তার (১৫) এর বিবাহের প্রস্তুতি চলছিল। পরে খবর পেয়ে পঞ্চসার ইউপি সচিব মো: রুহুল আমিন সবুজ,ইউপি সদস্য মো: জাহিদ হাসান ও   থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: মাহমুদুল হাসান লাকুম স্থানীয়দের উপস্থিতিতে বাল্যবিবাহ বন্ধ করে দেয়া হয়।

পঞ্চসার ইউপি সচিব মো: রুহুল আমিন সবুজ বলেন, বাল্য বিবাহ প্রস্তুুতির খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন মো: আল জুনায়েদ স্যার ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা এর সার্বিক নির্দেশনায় স্থানীয়দের নিয়ে বাল্য বিবাহটি বন্ধ করে দেয়া হয়।

 

 

Be the first to comment on "পঞ্চসারে বাল্য বিবাহ বন্ধ"

Leave a comment

Your email address will not be published.


*