শিরোনাম

সোহেল খান বললেন, ‘বাংলাদেশকে ভালোবাসি’

আলোকিত ডেস্ক  :প্রথমবারের মতো ঢাকায় এসেছেন বলিউড তারকা সালমান খানের ভাই সোহেল খান। তিনি নিজেও বলিউডের একজন অভিনেতা, প্রযোজক, চিত্রনাট্যকার। সোহেল খান এসেছেন সালমানের চ্যারিটি প্রতিষ্ঠান ‘বিং হিউম্যান’র ফ্যাশন হাউসের শোরুম উদ্বোধন করতে।

 

বনানীর ১০ এর এ-তে এইচ ব্লকে ১৮ নম্বর বাড়িতে এই শোরুম চালু হয়েছে আজ (১৫ সেপ্টেম্বর) থেকে। এটি উদ্বোধন করতে এদিন সকালে ঢাকায় পৌঁছেছেন সোহেল খান। দুপুর ২টার দিকে তিনি বনানীতে আসেন।

এসময় সোহেল খান বলেন, ‘বিং হিউম্যান’ একটি চ্যারিটি প্রতিষ্ঠান। এটি সালমান খান ফাউন্ডেশন থেকে পরিচালিত হয়। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করে।

ঢাকায় এর শোরুম চালু করে আনন্দিত সালমান খান ও পরিবার পরিজনরা। এখানে জনপ্রিয়তা পেলে ফ্র‍্যাঞ্চাইজিটি আরও কয়েকটি শাখা চালু করবে বাংলাদেশে।

সালমান খানের পক্ষ থেকে এদেশে তার ভক্ত-অনুরাগীদের ভালোবাসা জানান সোহেল খান। এসময় তিনি বাংলায় বলেন, বাংলাদেশকে ভালোবাসি। জানা গেছে, আজ সন্ধ্যায় গুলশানে একটি আয়োজনে অংশ নেবেন সোহেল খান। তারপর আজই ফিরে যাবেন মুম্বাই।

 

 

 

 

Be the first to comment on "সোহেল খান বললেন, ‘বাংলাদেশকে ভালোবাসি’"

Leave a comment

Your email address will not be published.


*