স্টাফ রিপোর্টার: অস্ট্ৰিয়ায় বসবাসরত মুন্সীগঞ্জ বিক্ৰমপুর বাসী’র প্রবাসে ভ্রাতৃৃত্বের বন্ধন বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হচ্ছে আনন্দ উৎসব২০২২। আগামী ১৮ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ দুপুর ২ টা হতে সন্ধ্যা ৬ ঘটিকা পর্যন্ত ঢাকা রেস্টুরেন্টে এ আনন্দ উৎসবের আয়োজন করছে মুন্সীগঞ্জ বিক্ৰমপুর সমিতি ভিয়েনা অস্ট্ৰিয়া। আয়োজক কমিটির সভাপতি মো: নয়ন হোসাইন জানান,অস্ট্রিয়ায় বসবাসরত মুন্সীগঞ্জ বিক্ৰমপুর বাসী ভ্রাতৃৃত্বের বন্ধন বৃদ্ধির লক্ষ্যে আমরা এ আয়োজন করছি। প্রবাসে আমরা বন্ধনের মাধ্যমে একটি পরিবারের মত থাকি।
Be the first to comment on "অস্ট্রিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মুন্সীগঞ্জ বিক্রমপুর বাসীর আনন্দ উৎসব"