স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন বিপিএম পিপিএম রবিবার টঙ্গীবাড়ি থানা পরিদর্শন করেছেন। এ সময় তিনি থানার ফসলি জমি, রান্নাঘর, বিভিন্ন মামলার আলামত, ডিউটি অফিসার কক্ষ, পুরুষ ও মহিলা হাজতখানা,
নারী-শিশু-বয়স্ক ও প্রতিবন্ধি সার্ভিস ডেস্ক, অফিসার ও ফোর্সের ব্যারাক, অফিসারদের অফিস কক্ষ, জুনিয়র সেরেস্তার কক্ষ ও অন্যান্য স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আদিবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত, টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ রাজিব খান সহ থানায় কর্মরত অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
Be the first to comment on "টঙ্গীবাড়ি থানা পরিদর্শনে এসপি"