স্টাফ রিপোর্টার: ওয়ালটন মহিলা ডেভলপমেন্ট কাপ হকি প্রতিযোগিতা ২০২২ এর উদ্বোধনী খেলা সোমবার বিকেলে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহ সভাপতি ও ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান আব্দুর রশিদ শিকদার, সহ সভাপতি সাজেদ এ এ আদেল, জাকি আহমেদ রিপন, মোহাম্মদ ইউসুফ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, কোষাধ্যক্ষ হাজী মোহাম্মদ হুমায়ুন ও ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এ সময়ে স্পন্সর প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় বাহফে লাল দল ২-০ গোলে বাহফে নীল দলকে পরাজিত করে। বাহফে লাল দলের পক্ষে গোল নাদিরা ১টি পিসি (৫৪মি), কনা আক্তার ও একটি ফিল্ড গোল (৫৬মি)।
Be the first to comment on "ওয়ালটন মহিলা ডেভলপমেন্ট কাপ হকি প্রতিযোগিতা"