শিরোনাম

মুন্সীগঞ্জে পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স দ্রুত পেতে হটলাইন চালু

 

আলোকিত মুন্সীগঞ্জ রিপোর্ট: মুন্সীগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স ভেরিফিকেশনসহ সকল ধরনের পুলিশ ভেরিফিকেশন সেবা দ্রুততর ও সহজকরণের লক্ষ্যে নতুন হটলাইন উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে মুন্সীগঞ্জের পুলিশ প্রশাসন।  বুধবার (৭সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন এ হটলাইন উদ্বোধন ও সংবাদ সম্মেলনে সভাপতিত্ব

 

করেন। পুলিশ সুপার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, কোনো হয়রানি ছাড়া সাধারণ মানুষ যেনো নির্ধারিত সময়েই পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স হাতে পায় তা নিশ্চিতকরণের লক্ষ্যে সঠিক তথ্য মুন্সীগঞ্জ জেলাবাসী সহজে পেতে পারেন সে জন্য হটলাইন নাম্বার চালু করেছে।’ এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুমন দেব, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইয়াসিনা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) মো. মিনহাজ উল-ইসলাম, ডিআই-১ মো. হেলাল উদ্দিন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।

 

 

Be the first to comment on "মুন্সীগঞ্জে পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স দ্রুত পেতে হটলাইন চালু"

Leave a comment

Your email address will not be published.


*