পঞ্চসারে সরকারী গাছ কর্তন

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার তিতাস গ্যাস অফিসের সামনে সরকারি গাছ কর্তন করা হয়েছে। শনিবার দুপুরে  মুক্তারপুর এলাকার মোঃ আলাউদ্দিন বেপারী গাছগুলোর কেটে ফেলেছে। পরে  সহকারী কমিশনার (ভূমি) হাছিবুর রহমান  খবর পেয়ে তার প্রতিনিধি পাঠিয়ে গাছগুলো জব্দ করে পঞ্চসার ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখেন।  সরকারী  গাছ কেটে নস্ট করায় উদ্ধেগ জানিয়েছেন পরিবেশবাদী একাধিক সংগঠন।  পঞ্চসার ইউপি সচিব মো: রুহুল আমিন সবুজ ঘটনার সত্যতা শিকার করে বলোন, তিতাস গ্যাস অফিসের সামনের সরকারী গাছগুলো কাটা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানতে পেরে গাছ গুলো জব্দ করে পরিষদের জিম্মায় রেখেছেন। এবং পরিদর্শণে এসে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

 

 

Be the first to comment on "পঞ্চসারে সরকারী গাছ কর্তন"

Leave a comment

Your email address will not be published.


*