স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জে মাদকদ্রব্য গাঁজা সেবনের অপরাধে দুই জনকে জেল জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মুক্তারপুর সিএনজি স্ট্যান্ডের একটি গ্যারেজে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে হালিম সাউত (৪০) ও রমজান হোসেন (৫৮) নামের দুইজনকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। পরে জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার মোবাইল কোর্টের মাধ্যমে দুইজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অভিযানে এ সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া উপস্থিত ছিলেন।
Be the first to comment on "মুন্সীগঞ্জে মাদকসেবীর জেল-জরিমানা"