আলোকিত মুন্সীগঞ্জ ডেস্ক: মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী উপজেলায় সরকারের নির্দেশনা উপেক্ষা করে সারের দাম বেশি রাখায় দুটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।
সোমবার ১১টার দিকে টঙ্গীবাড়ী উপজেলা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এসময় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলার সহকারী পরিচালক আসিফ আল আজাদ ।এসময় তিনি বলেন, দুটি সারের দোকানে মনিটরিংকালে দেখা যায় যে, মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না এবং সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে সার বিক্রি করা হচ্ছে। ইউরিয়া সারের বিক্রয় মূল্য প্রতি কেজি ২২ টাকা হলেও কৃষকদের কাছ থেকে প্রতি কেজিতে ৬-৮ টাকা বেশি নিচ্ছে দোকান মালিকরা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী মেসার্স মোল্লা এন্টারপ্রাইজকে ৩ হাজার এবং রাজিব অ্যান্ড ব্রাদার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় ।
ads-
Be the first to comment on "টঙ্গীবাড়িতে সারের দাম বেশি রাখায় জরিমানা"