স্টাফ রিপোর্টার( আলোকিত মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামেরর ৪৬ তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। অন্বেষণ বিক্রমপুরের উদ্যোগে শনিবার রাত ৮ টায় মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে দিবসটি উপলক্ষে আলোচনা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অন্বেষণ বিক্রমপুরের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বলের সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ বিশিষ্ট শিক্ষক ও সংগঠক খালেদা খানম, সরকারী হরগঙ্গা কলেজের সহযোগী অধ্যাপক রাসেল কবির,
সাংস্কৃতিক সংগঠক অভিজিৎ দাস ববি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি এড. সুজন হায়দার জনি, সাবেক সভাপতি এড. শাহীন মো: আমানউল্লাহ, সংগঠক শ.ম কামাল, নাট্যকার ও সংগীত শিল্পী শিশির রহমান, নাট্যকার জাহাঙ্গীর আলম ঢালী, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাসেল মাহমুদ, শিক্ষক আলী নাসিম, সংগীত শিল্পী মো: গোলাম মোস্তফা, লেখক ও কবি মাহবুব আলম জয়, অসিত চক্রবতী, শিল্পী মোখলেছা রহমান শান্তা, তুষার রায়, মো: শেখ শামীম, অন্বেষণ বিক্রমপুরের সদস্য মো: ইউসুফ শেখ প্রমুখ।
ads
Be the first to comment on "মুন্সীগঞ্জে নজরুলের প্রয়াণ দিবস পালিত"