শিরোনাম

মুক্তি পেলো মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র যুদ্ধজয়ের কিশোর নায়ক

 

স্টাফ  রিপোর্টার:শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বুধবার অনুষ্ঠিত হলো ‘যুদ্ধজয়ের কিশোর নায়ক’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রিমিয়ার শো। অনুষ্ঠানের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব  মোঃ মকবুল হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘সূর্যদীঘল বাড়ি’ ছবির খ্যাতিমান পরিচালক মসিহউদ্দিন শাকের, সংগীতশিল্পি বাপ্পা মজুমদার, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা প্রদীপ ঘোষসহ অনেকে। পাশা মোস্তফা কামালের কাহিনী অবলম্বনে এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শায়লা রহমান তিথি। ২০২০-২০২১ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ২৪ থেকে ২৫ আগস্ট বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এর ৩টি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

 

চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন মুজিবুল হক। সংগীত পরিচালনা করেছেন- বাপ্পা মজুমদার। গানে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার ও মধুমিতা মৌ। এতে অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা, নূপুর হোসাইন, মুজাহিদ বিল্লাহ, ফারুকী, শাশ্বত স্বপন, আতিকুর রহমান শিহান, মোহনা হোসাইন, সাবিকুন্নাহার কাঁকন, নাজমুল হক বাবু, তৌফিক বুলেট, জাহিদ হাসান, ফাহাদ এবং শ্রীময়ী শ্রেষ্ঠা রায় প্রমুখ।চলচ্চিত্রটি মূলত একটি চৌদ্দ-পনেরো বছরের নুরু নামের ছেলের সাহস, কৌশল এবং আত্মবিশ্বাসকে অবলম্বন করে রচিত। আত্মবিশ্বাস এবং সাহস থাকলে মানুষ অনেক বড় বড় বাধা অতিক্রম করতে পারে। গল্পে নুরু সাহসীকতার সাথে অত্যন্ত কৌশলে পাকিস্তানি সৈন্যদের কাছ থেকে অস্ত্র চুরি করে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে পৌঁছে দেয়। তারপরই মুক্তিযুদ্ধারা পাকিস্তানিদের আক্রমণ করতে সক্ষম হয়। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ চলচ্চিত্রের চিত্রায়ন বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে একটি চমৎকার আত্মোপলব্ধি এনে দেবে, দেশপ্রেমে উজ্জীবীত করবে বলে মনে করেন এই চলচ্চিত্রের পরিচালক তিথি।

 

 

Be the first to comment on "মুক্তি পেলো মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র যুদ্ধজয়ের কিশোর নায়ক"

Leave a comment

Your email address will not be published.


*