শিরোনাম

সেলিম মিয়ার কবিতা: তূর্যে বাঙলা খাঁটি

 

ভোর হলেই রোদের ঘ্রাণ লুটে ফুটে ফুল-

পথের যাত্রি প্রজাপতি উড়ে তুলে দুল।

দুরন্ত ডানার রঙমহলে আশার বসত গড়ি-

অর্থে মোড়া দৌড়ের নদে পিপাস তরি চড়ি।

ঝরানো নয় ফোঁটানোর জয় দীপ্ত পাপড়ি মেলে-

দৈর্ঘ্য কুলের শেকড়ের টানে মেঘের বাতাস খেলে।

মমতার টানে অশ্রু জলে ভিজে পল্লি মাটি-

আড়ালে দাঁড়ায় হিম সুজাতা তূর্যে বাঙলা খাঁটি।

 

 

Be the first to comment on "সেলিম মিয়ার কবিতা: তূর্যে বাঙলা খাঁটি"

Leave a comment

Your email address will not be published.


*