জাতির পিতা
- মোস্তফা আহমেদ
সদা নির্ভীক , প্রতিবাদী তুমি
ন্যায়ের জন্য আপোষহীন ,
তোমার আদর্শ প্রেরণা যোগাবে
রবে তুমি অমলিন।
মানুষের মুখে ফোটাতে হাসি
দুঃখ করতে হ্রাস ,
সংগ্রাম ছিল মুক্তির তোমার
দিয়েছিলে স্বাধীনতার ডাক।
বাংলার শ্রেষ্ঠ সন্তান তুমি
বঙ্গবন্ধু তোমার নাম,
ছিনিয়ে আনতে স্বাধীনতা
করেছো সর্বস্ব দান।
জনস্রোতে নন্দিত নেতা তুমি
আত্ম ত্যাগে বলিয়ান,
বাংলার ইতিহাসে তোমার স্মৃতি
চিরদিন রবে অম্লান।
নির্ভীক তুমি জাতির পিতা,
লক্ষ প্রাণের বিনিময়ে
এনে দিলে স্বাধীনতা।
Be the first to comment on "বঙ্গবন্ধুকে নিয়ে মোস্তফা আহমেদের কবিতা"