সিরাজদিখান প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান বাজার বনিক সমিতি ও ব্যবসায়ীদের নিয়ে বাজারে সকল স্থানে সিসিটিভি স্থাপন, নিরাপত্তা জোরদারসহ সার্বিক বিষয়ে থানা পুলিশের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছ। গতকাল সোমবার ৫ টায় উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান বাজার বনিক সমিতির আয়োজনে বাজার মসজিদ সংলগ্ন বাজার বনিক সমিতির সভাপতি হাজী আব্দুল মান্নান সিকদারের সভাপতিত্বে এই আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বাজারে চুরিডাকাতি রোধে সিসিটিভি স্থাপন ও নিরাপত্তা জোরদারসহ সার্বিক বিষয় তুলে ধরেন।
এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ একে.এম. মিজানুল হক।সেকেন্ড অফিসার এসআই গোবিন্দ লাল দে,এসআই মিঠুন দাস সহ বাজারে সকল ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন।
Be the first to comment on "সিরাজদিখানে বণিক সমিতির সাথে পুলিশের মতবিনিময়"