স্টাফ রিপোর্টার: টঙ্গীবাড়ির ধামারণে প্রয়াত পিয়ার হোসেন হাওলাদারের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার মধ্য রাতে টিনের ঘরের বেড়া কেটে ঘরে ডুকে আলমারী হতে সাত ভরি স্বর্ণ ও একটি দলিল সহ দামি পোশাক চুরি হয়েছে। ঘরের লোকজন বাড়িতে ছিলেন না।তারা ঢাকায় আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন। পরে বাড়ির লোকজন শনিবার দুপুরে ঘরে টিনের বেড়া কাটা দেখে তাদেরকে বিষয়টি জানান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। ভূক্তভোগি রাবেয়া বশরী নিপু বলেন, আমি আর আমার মা বোনের বাড়িতে গিয়েছিলাম। এই সুযোগে চোর চক্রটি টিনের বেড়া কেটে ঘরে ডুকে আলমারী হতে সাত ভরি স্বর্ণ ও একটি দলিল সহ পোশাক চুরি করে নিয়ে গেছে। এর আগেও এখানে একবার চুরির ঘটনা ঘটিয়েছে। কে. শিমুলিয়া ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য খালেদ হোসেন স্বপন জানান, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত হলে চোর চক্রটি ধরা পড়বে। এই বিষয়ে দিঘিরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: শাহ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Be the first to comment on "টঙ্গীবাড়ির ধামারণে ঘরের টিন কেটে ঘরে ডুকে দুর্ধর্ষ চুরি"