আলোকিত মুন্সীগঞ্জ ডেস্ক: মুন্সীগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের অন্যতম ব্যস্ততম ধলাগাঁও বাজারে নেই কোনো পাবলিক টয়লেট। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই স্থানে পাবলিক টয়লেট না থাকায় চরম ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। বিশেষ করে এখানে সবজি হাট হওয়ায় কৃষকরা সকালে সবজি নিয়ে প্রতিদিন হাটে আসে। এই বিষয়ে ইউনিয়ন পরিষদের কোন অগ্রগতি দীর্ঘ সময়েও চোখে পড়েনী। অথচ এ বাজারের সবজি হাট মুন্সীগঞ্জে অনেক পুরাতন সবজি হাট হিসেবে পরিচিত। ধলাগাঁও বাজারে কোনো পাবলিক টয়লেট না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে ব্যাবসায়ী সবজি ক্রেতা বিক্রেতারা । এখানে যাত্রী ছাউনির টয়লেট থাকলেও সেটি সব সময় বন্ধ থাকে। স্থানীয়দের দাবি এখানে গণশৌচাগার দ্রুত নির্মাণ করা হোক। এই বিষয়ে রামপাল ইউপি চেয়ারম্যান মো: বাচ্চু শেখের ব্যবহৃত মোবাইল নাম্বারে চেস্টা করেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
Be the first to comment on "ধলাগাঁও বাজারে পাবলিক টয়লেট না থাকায় চরম ভোগান্তি"