মাহবুব আলম জয়: থাইল্যান্ডে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের কাউন্সিলর নির্বাচনে শুক্রবার (২৯ জুলাই ২২) কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মোঃ ফারুক ঢালী। এ নির্বাচনে ১৩টি দেশের ১৩ জন প্রার্থী অংশ নিয়ে ১০ জন নির্বাচিত হয়। এর মধ্যে
বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে এতে অংশ নেয় তিনি। এছাড়াও এশিয়ান আর্চারী জাজ কমিটির চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ আর্চারী ফেডারেশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। দেশের সীমানা পেড়িয়ে আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ফারুক ঢালী। তিনি মুন্সীগঞ্জ জেলা সদরের রামপাল ইউনিয়নের বাসিন্দা। তার এই অর্জনে ক্রিড়াঙ্গণ থেকে জানানো হয়েছে শুভেচ্ছা।
Be the first to comment on "থাইল্যান্ডে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের কাউন্সিলর হলেন রামপালের ফারুক"