স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের মিরকাদিমে দুইদিন ব্যাপি বয়স ভিত্তিক ক্রিকেট ক্যাম্প শুরু হয়েছে।গ্রীণ ওয়েল ফেয়ার সেন্টার ক্রিকেট একাডেমি ও শীতলক্ষ্যা ক্রিকেট একাডেমির যৌথ উদ্যোগে বুধবার সকালে রিকাবী বাজার গ্রীণ ওয়েল ফেয়ার মাঠে এ ক্যাম্পের উদ্বোধন হয়। এতে উপস্থিত ছিলেন গ্রীণ ওয়েল ফেয়ার সেন্টারের সভাপতি মো: রফিকুল আলম, সাধারণ সম্পাদকমনিরুজ্জামান শরীফ, সহ সভাপতি মো: ফারুক জমিদার, জেলা ক্রিকেট কোচ মো: মাকসুদুল আলম, কোচ শ্যামল আলম, সাবেক ক্রিকেটার মো: শহিদুল্লাহ, গ্রীণ ওয়েল ফেয়ার সেন্টার ক্রিকেট একাডেমির পরিচালক ক্রিকেটার রনি খান চিতা, সাবেক ক্রিকেটার মনির হোসেন সজিব ও মো: রুবেলসহ অন্যরা। এতে স্থানীয় খেলোয়াড়গণ অংশ গ্রহণ করে।
Be the first to comment on "মিরকাদিমে বয়স ভিত্তিক ক্রিকেট ক্যাম্প শুরু"