স্টাফ রিপোর্টার: মিরকাদিমে ঈদ পুনর্মিলনী উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে রিকাবীবাজার গ্রীন ওয়েলফেয়ার সেন্টার মাঠে এ ক্রিকেট খেলা হয়। এ সময় প্রবাসী রুমান কবির ও মোহাম্মদ শাহাদাত হোসেনের দুটি দলে অংশগ্রহণ করে। খেলায় স্থানীয় খেলোয়াড়গণ অংশ নেয়। খেলার উদ্বোধন করেন রিকাবীবাজার গ্রীণ ওয়েল ফেয়ার সেন্টারের সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান শরীফ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রীণ ওয়েল ফেয়ার সেন্টারের সদস্য
আরিফ হিলালী সবুজ, প্রবাসী মো: রোমান কবির, মো: শাহাদাত হোসেন, ক্রিকেটার রনি খান চিতা,মেহরাব হোসাইন জোশি, সালাউদ্দিন শাকিল, মনির হোসেন সজিব, মোঃ আরিফ বাবু,মো: জাকির হোসেন ও সংগঠক মাহবুব আলম জয় সহ অন্যরা। এতে শাহাদাত একাদশকে হারিয়ে বিজয়ী হয় রোমান একাদশ টিম।
Be the first to comment on "মিরকাদিমে ঈদ প্রীতি ক্রিকেট ম্যাচ"