শিরোনাম

মুন্সীগঞ্জে লায়ন্স ক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের উদ্যোগে ঈদ সামগ্রী ও মাস্ক বিতরণ কর্মসূচি হয়েছে। শুক্রবার বিকালে মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার গোয়ালঘুর্ণি এলাকায় এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এতে লায়ন্স ক্লাব অফ ঢাকা লইয়ারস  এর সভাপতি এডভোকেট সালমা হাই টুনির সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার  এম এ ওয়াহাব, প্রথম  জেলা ভাইস গভর্নর ড. মো: বশিরউল্লাহ,দ্বিতীয় জেলা ভ‌াইস গর্ভনর মোঃ হা‌নিফ, কে‌বি‌নেট  সাধারণ সম্পাদক  শা‌মিউল মে‌াক্তা‌দির , রি‌জিউন চেয়ার পার্সন মাহাবুব হক তুষার,  সমাজ সেবক মো: মনির হোসেন মন্ডল, সমাজ সেবক মাসুদ রানা পিন্টু, মো: তাইফুর রহমান শান্ত, মাহবুব আলম জয় ও মশিউর রহমান সিজু ও রুহুল আমিন প্রমুখ।এসময় ৩’শ পরিবারের মাঝে  চাউল, ডাল, চি‌নি , সেমাই, তেল, গরু দুধ বিতরণ করা হয়।

 

 

 

Be the first to comment on "মুন্সীগঞ্জে লায়ন্স ক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ"

Leave a comment

Your email address will not be published.


*