স্টাফ রিপোর্টার:শ্রীনগরের ঐতিহাসিক ভাগ্যকুলের কোরবানী পশুর হাট। ঐতিহাসিক ভাগ্যকুলের কোরবানীর পশুর হাট জমে উঠেছে। কোরবানীর ঈদকে সামনে রেখে ক্রেতা ও বিক্রেতারা কোরবানীর পশু ক্রয়ে আসছে এ হাটে । বৃহস্পতিবার সাধারণ ক্রেতাদের ভীড় করতে দেখা গেছে। কোরবানীর ঈদের গরু ও ছাগল কেনা বেঁচা শুরু হয়েছে। এখানে উন্নত মানের গরু ছাগলের ক্রয় বিক্রয় হচ্ছে।ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজ মাঠে অস্থায়ী গরুর হাটের ইজারাদার মামুন কবির জানান, এবছর কোরবানির গরু ও ছাগলের হাটে পাইকার ভাইদের নিরাপত্তা ও থাকা খাওয়ার ও চিকিৎসার সু-ব্যবস্থা সব প্রস্তুতি রয়েছে। স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ হওয়ায় গরুর ব্যাপারীগণ খুব সহচর দক্ষিণ অঞ্চল হতে গরু আনতে পারছেন। ।গরুর হাট ঈদের দিন পর্যন্ত একযোগে চলবে।
Be the first to comment on "জমে উঠেছে ভাগ্যকুল গরু ছাগলের হাট"