স্টাফ রিপোর্টার: পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন তৃণমূল পর্যায়ে সাধারণ জনগণের মাঝে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় করণীয় সম্পর্কে জনসচেতনতা তৈরিতে কাজ করছে। বৃক্ষরোপণের পাশাপাশি নারী ও শিশুদের সামাজিক সুরক্ষায় স্বেচ্ছাসেবক হিসেবে প্রশিক্ষণ প্রদান করছে। সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার জন্য জেলা পর্যায়ে কমিটি গঠন সম্পন্ন করছে।সোমবার (২৭ জুন) সন্ধ্যায় সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যালয় মালিবাগে ময়মনসিংহ জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার এবং মহাসচিব মহসিন সিকদার পাভেল।
এতে শিক্ষাবিদ মাহমুদুল হাসান নয়নকে আহ্বায়ক এবং দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান মিলনকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। যুগ্ম আহ্বায়ক হলেন কবি এস এম সাদেকুল ইসলাম (মুক্তাগাছা), মির্জা হামিদুল ইসলাম (সদর), অধ্যক্ষ নূরজাহান পারভীন (ত্রিশাল), মোঃ আবু হানিফ রাজা (সদর), মোঃ এনামুল হক বাবুল (নান্দাইল), রুবায়েত বাপ্পি (সদর), মাশরুফা সুলতানা (সদর), মোঃ মোস্তাক হাসান (ঈশ্বরগঞ্জ)। সদস্যরা হলেন অভিজিৎ সরকার (হালুয়াঘাট), কবি আবু রায়হান (সদর), কাউন্সিলর মমতাজ বেগম (মুক্তাগাছা), আজিজুল হক স্বপন (ফুলবাড়িয়া), মোঃ সাইদুর রহমান (নান্দাইল), মাহমুদুল হাসান পারভেজ (নান্দাইল), সোহেল রানা (সদর), আব্দুল কাদের আকন্দ (ফুলবাড়িয়া), শফিকুল ইসলাম (ধোবাউড়া), মঞ্জুরুল ইসলাম (সদর), এহসানুল হক (ঈশ্বরগঞ্জ), মিন্টু মিয়া (নান্দাইল), সাইফুল ইসলাম তরফদার (ফুলবাড়িয়া), আল—আমিন (সদর), সোহেল রানা (তারাকান্দা), সাগর তালুকদার (তারাকান্দা), ফজলে এলাহী ঢালী (তারাকান্দা) নাফিউল্লাহ সৈকত (ফুলপুর), ওমর ফারুক সুমন (হালুয়াঘাট), মাজহারুল ইসলাম মিশু (হালুয়াঘাট), ইকবাল কবীর মানিক (ধোবাউড়া)।
Be the first to comment on "ময়মনসিংহে সবুজ আন্দোলনের কমিটি গঠণ"