মো: জীবন: মুন্সীগঞ্জ সদর উপজেলা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দিনের প্রথম খেলায় মুন্সীগঞ্জ স্টেডিয়ামে বঙ্গমাতা বিভাগে নলবুনিয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল শিলই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালিকাদের ২ – ০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দিনের অপর খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে বালক বিভাগে মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বকচর বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায়।
এতে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ আল জোনায়েদের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আনিসুজ্জামান, মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজ্বী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, উপজেলা শিক্ষা অফিসার নাসিমা খানম, ওসি অপারেশন মো: মোজাম্মেল হক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সানজিদা শিল্পী, আল আমিন হাওলাদার, আবুল হোসেন, মাকহাটি জিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুখ আহম্মেদ ও মুক্তারপুর সরকারী প্রধান শিক্ষক কেএম সাইফুল্লাহ ভূঁইয়া সহ প্রাথমিক শিক্ষক সমাজের নেতৃবৃন্দ।
Be the first to comment on "মুন্সীগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা"