স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ সদরের রামপালে এক শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। শুক্রবার বিকালে মহিউদ্দিন খালেক ফাউন্ডেশনের উদ্যোগে ওই শিক্ষার্থীকে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করেন সংগঠনটির পরিচালক মো: মোস্তফা আলম জিপু। এ শিক্ষার্থী মুন্সীগঞ্জ সরকারী হরগঙ্গা কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। মো: মোস্তফা আলম জিপু বলেন, মহিউদ্দিন খালেক ফাউন্ডেশনের পক্ষ থেকে সমাজের অসহায় দুস্থ পরিবারের সদস্যদের পড়াশোনা চালিয়ে যেতে কাজ করে যেতে চাই। তারই অংশ হিসেবে এই শিক্ষাবৃত্তির চালু করেছি। পর্যায়ক্রমে আরো পদক্ষেপ নেয়া হবে।
Be the first to comment on "রামপালে মহিউদ্দিন খালেক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান"