মো.নাজির হোসেন: মুন্সীগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের সমন্বয় পরিষদের ৩ বছর মেয়াদী কার্যনিবাহী কমিটির নির্বাচন আগামী ১৯ জুন অনুষ্ঠিত হবে। এতে বৈধ ভোটার সংখ্যা ২৭ জন। সভাপতিসহ বেশ কয়েকটি পদে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হইবে।
তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা গত ৮ই জুন প্রকাশ করা হয়েছে। খসড়া ভোটার তালিকার উপর আপত্তি গ্রহন করা হয় ৯ই জুন। খসড়া ভোটার তালিকার উপর শুনানী গ্রহন ও নিস্পত্তি হয় ১০জুন। চুরান্ত ভোটার তালিকা প্রকাশিত হয় ১১ জুন। মনোনয়ন পত্র বিক্রি শুরু হয় ১৪ জুন। মনোনয়ন পত্র দাখিল ও জমা ১৪-১৬ জুন। মনোনয়ন পত্র যাচাই বাছাই আগামী ১৭ জুন অনুষ্টিত হইবে।
মনোনয়ন পত্রের উপর আপিল গ্রহন, আপিল শুনানী, আপিল নিস্পত্তি ১৮ জুন। একই তারিখে প্রার্থীতা প্রত্যাহার করা যাবে। ওইদিনই চুরান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হইবে। পরে ১৯ জুন মুন্সীগঞ্জ শহর সমাজসেবা কার্যালয় মাঠপাড়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
Be the first to comment on "মুন্সীগঞ্জে সমাজসেবা সমন্বয় পরিষদের নির্বাচন ১৯ জুন"