নিজস্ব প্রতিবেদক : অনলাইন ভিত্তিক টিভি চ্যানেল নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির চতুর্থ বর্ষপূর্তি অনু্ষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গত (১৫ই জুন) বুধবার সন্ধ্যা ৭ টায় জেলা সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের রিস্তা চাইনিজ রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় প্রতিষ্ঠানটির বর্ষপূর্তি আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও উপ-সম্পাদক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও বার্তা সম্পাদক আদনান সা’দ ও সহ বার্তা সম্পাদক শাহনাজ বেগমের যৌথ সঞ্চালনায় পবিত্র কুরআন তিলাওয়াতের পরে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী সম্পাদক জিতু রায়।
এসময় তিনি প্রতিষ্ঠানটির ৪ বছরের ইতিহাস নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা করেন। এসময় তিনি বলেন, ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করা বাংলাদেশি দর্শকদের ভালবাসা ও অনুপ্রেরণায় নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ৪ বছর যাবত সফলতার সাথে কাজ করে আসছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে সাহসিকতার সাথে এগিয়ে যাচ্ছে নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) মিনহাজুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মুন্সিগঞ্জের খবর পত্রিকার সম্পাদক এডভোকেট সোহানা তাহমিনা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিজিৎ দাস ববি, মুন্সীগঞ্জ পৌরসভার কাউন্সিলর মকবুল হোসেন, হিরণ কিরণ থিয়েটারের প্রতিষ্ঠাতা ও সাউথ এশিয়ান থিয়েটার অ্যাসোসিয়েশনের কোষাধক্ষ্য জাহাঙ্গীর আলম ঢালী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট গোলাম মাওলা তপন, জাতীয় শ্রমিক লীগ আঞ্চলিক শাখার সভাপতি আবুল কাশেম, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. মাসুদ রানা, মুন্সীগঞ্জ জাতীয় অনলাইন প্রেস ক্লাবের সভাপতি কাজী বিপ্লব হাসান।
এছাড়া উপস্থিত ছিলেন রিকাবী বাজার গ্রীন ওয়েল ফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান শরীফ, পঞ্চসার সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের উপদেষ্টা সিরাজুল ইসলাম ঢালী, সভাপতি কবি যাকির সাঈদ, পঞ্চসার ওয়েলফেয়ার সোসাইটি সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মেম্বার, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের জিএম শামসুল আরেফিন সোহেল, শেখ আলী আকবর ফাউন্ডেশনের ম্যানেজার শেখ ফরিদ,
শ্রুতি কথন আবৃত্তি ও সাংস্কৃতিক সম্মিলনের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম সুমন প্রমুখ।
শুভেচ্ছা প্রদান ও বার্তা দেয়া শেষে অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজুল ইসলাম সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির সংবাদকর্মীদের নিয়ে আনুষ্ঠানিক ভাবে কেক কাটেন।
এর আগে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, সংগঠনের পক্ষ থেকে নিউজ সেভেনটি ওয়ান টিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে কতৃপক্ষকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।
Be the first to comment on "নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির চতুর্থ বর্ষপূর্তি উদযাপন"