আলোকিত মুন্সীগঞ্জ রিপোর্ট: ভাষা ও সংস্কৃতি চেতনায় এগিয়ে যাই একসাথে শ্লোগানে ভারতের আগরতলার উদয়পুরে শান্তনু সাহা আন্তর্জাতিক নাট্যোৎসবে থিয়েটার সার্কেল মুন্সীগঞ্জ ছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ সহ ভারতের বিভিন্ন রাজ্য থেকে জনপ্রিয় নাট্য দলের সমন্বয়ে একটি চমৎকার নাট্য উৎসব সমাপ্তি হয়েছে । নাট্যকার, নির্দেশক শিশির রহমান বলেন আমরা অত্যন্ত খুশি এ নাট্য উৎসবে বাংলা ভাষাভাষী এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দীপ্ত আমাদের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত আগরতলা ত্রিপুরার এবং বাংলাদেশের নাট্যকর্মীদের সাথে আগরতলার সকল নাট্য বন্ধু, শিল্পী ও সাহিত্যিকদের সাথে পরিচয় এবং ভাব বিনিময়ের মাধ্যমে একটি সুন্দর সংস্কৃতি মেলোবন্ধন সৃষ্টি হয়েছে।
এই আন্তর্জাতিক নাট্য উৎসবে আমরা থিয়েটার সার্কেল দুটি নাটক সফলভাবে মঞ্চায়ন করি। জনপ্রিয় নাটক পঞ্চ ভূতের রং তামাশা, রচনা ও নির্দেশনায় ছিলেন শিশির রহমান এবং মাইমোড্রামা ‘BE HONEST’ পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন সংগঠক সাব্বির হোসাইন জাকির। এ দুটি নাটকে অভিনয় করেন, শিশির রহমান, সাব্বির হোসানই জাকির, শরীফ মাহমুদ, আল মামুন, সাইফুল ইসলাম সাইফ, মাশফিক শিহাব, ঋত্বিক দাশ, সীমন্ত দাস, জয় কুমার ও এল.ডি হৃদয়।
মোট ৬ দিনব্যাপী আন্তর্জাতিক নাট্যোৎসবে শিল্প, সংস্কৃতি এবং কবি-সাহিত্যিকদের মেলবন্ধনে পরিণত হয়।উদয়পুর আগরতলার টাউন হলেপ্রতিদিন কবি সাহিত্যিকদের নিয়ে কবি সম্মেলন এবং চিত্র প্রদর্শনী হয়। এটি আয়োজন করে আগরতলার লিটল ড্রামা অর্গানাইজেশন।
Be the first to comment on "আগরতলা নাট্যউৎসবে থিয়েটার সার্কেল মুন্সীগঞ্জের ২ নাটক মঞ্চস্থ"