স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে মিরকাদিমে প্রাথমিক স্কুল পর্যায়ে বালক বিভাগে রিকাবী বাজার ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইব্রেকারে ০-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ও বালিকা বিভাগে মুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয় ০- ১ গোলে কাগজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় রিকাবী বাজার গ্রীণ ওয়েল ফেয়ার সেন্টার মাঠে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মিরকাদিম পৌর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান শরীফ। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালঘুর্ণি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:
মনির হোসেন, নুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর বিশ্বাস, ইমামচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনিছুর রহমান, ফুটবল কোচ মোজাম্মেল, ক্রিকেট কোচ রনি খান চিতা, চেতনায় একাত্তরের বার্তা সম্পাদক সৌরভ আহমেদ জনি, মনির হোসেন সজিব সহ অন্যরা।
Be the first to comment on "মিরকাদিমে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল গোল্ডকাপ"