সিরাজদিখান প্রতিনিধি: সিলেটের বন্যাকবলিত মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন অভিযাত্রিক ব্লাড ব্যাংক মুন্সীগঞ্জ। গতকাল মঙ্গলবার দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার সিংগেরকাছ গ্রামের শতাধিক বন্যার্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে এ ত্রাণ বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল ৫ কেজি, ডাল ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, লবন ১ কেজি, পেঁয়াজ ১ কেজি, মুড়ি ১ কেজি। সংগঠনের সভাপতি মুরাদ হাসান শাওনের নেতৃত্বে এসময় উপস্থিতি ছিলেন সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক আজিম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ সাঈদ, প্রচার সম্পাদক মেহেরাজুল হকসহ সংগঠনের সেচ্ছাসেবীবৃন্দ।
Be the first to comment on "সিলেটে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ"